আমার ফুফাত ভাই আমার চেয়ে ৬-৭ বছরের ছোট।
সে যখন জন্ম নেয় তার কিছুদিন পর তার মা মানে আমার ফুফির স্তনে ব্যাথা অনুভুত হওয়ার কারণে কিছুদিন দুধ পান করাতে পারেন নি।তখন আমার মা বাচ্চাকে বেশ কয়েকবার স্তন মুখে দিয়েছিলেন এবং এইটা আম্মু ক্লিয়ার করে বলছেন যে আম্মু অনেকবার ই বাচ্চাকে স্তন মুখে দিয়েছিলেন এবং সে স্তন ও শোষণ করেছিল(এখন এক্সেটলি দুধ এসেছে কিনা শিউর না) এবং তখন আমার মা ও কয়েকমাস অন্তুসত্ত্বা ছিলেন।
এবং এই দুধপানের বিষয় আমার ফুফি আর আমার মা ই জানে।
এখন কি আমার সেই ফুফাতো ভাই কি আমার দুধভাই হিসাবে গন্য হবে?
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250822_155737_626.sdocx-->