السلام عليكم و رحمة الله و بركاته
1. স্বপ্নে বারবার কাউকে(একই ব্যক্তি না এবং মৃত ব্যক্তিও না) কিছু(খাবার-দাবার) দিতে দেখলে এটার কি কোনো অন্য মানে আছে?
2. যদি কোনো লিপবামে সিটারাইল অ্যালকোহল (cetearyl alcohol) থাকে, তাহলে কি তা ঠোঁটে ব্যবহার করা যাবে? কেননা লিপবাম লাগিয়ে খাবার খাওয়া বা পানি পান করার সময় ওই লিপবাম পেটের ভিতর চলে যেতে পারে। তখন কি এটা হারাম গ্রহণ হিসেবে বিবেচনা করা হবে? দয়া করে একটু বিশদভাবে ব্যাখ্যা করবেন।
ধন্যবাদ