১।আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। এখানে প্রশ্ন করে একজন জেনেছিল শিরকি লাইন,হিন্দু দেব দেবি আছে এমন গান এমনিতে আকিদা ঠিক রেখে এমনিতে গাইলে ঈমান চলে যায় না।এরপর আর কিছু বলেছে কিনা সে যদি খেয়াল না করে।একদম জানে না এসবের কারনে ঈমানে কোন সমস্যা হবে কিনা।এসবের পরে আকিদা ঠিক রেখে এমনিতে গায় তাহলে কি তার ঈমান চলে যাবে?
২।সে জেনেছে ঈমান যাবে না বলেছে।তওবা এমনিতে গানের জন্য মানে গান গাওয়ার কবিরা গুণাহের জন্য বলেছে মনে হয় মানে বুঝতে না পেরে। আর ঈমানের ক্ষতি হতে পারে সেটা একদম না জেনে গায় আকিদা ঠিক রেখে তাহলে কি তার ঈমান ঠিক থাকবে।
৩।এখান থেকে জানার পর ভাই বোনদের ও বলেছিল আকিদা ঠিক রেখে গাইলে বলে সমস্যা না।যেটা বুঝেছিল সেটা বলেছে কারণ জেনেছিল আকিদা ঠিক রেখে এমনিতে বললে কিছু হয় না।একদম জানত না ঈমানের কোন সমস্যা হবে কিনা মানে চলে যেতে পারে কিনা
৪। আগে না বুঝলেও পরে ভালভাবে বুঝার পর আর জীবনে গাইবে না বলে তওবা করে তার বিয়ে ও ঈমান ঠিক থাকবে?
৫।মাঝে মাঝে ভবিষ্যতে স্বামী গান শুনাতে বললে তখন এসব গান আকিদা ঠিক রেখে এমনিতে গায়লে কি ঈমান চলে যাবে?