স্বামী তার স্ত্রী সন্তানের খোরপোশ না দিয়ে বাপের বাড়িতে রাখে এবং তার উপর শারীরিক, মানসিক অত্যাচার করে নিয়মিত। বিয়ের ৫ বছর পর স্ত্রী তার ও সন্তানের খরচ দাবি করলে তার ব্যবহারের আরো অবনতি হয়। এক পর্যায়ে স্বামী তাকে বলে দেয় মোহরানার অর্থ বা কাবিনের টাকা সে দিবেনা,সন্তানের খরচও দেবেনা। যদি স্ত্রী চায় তাহলে তাকে তালাক্ব দিতে পারে সরকারিভাবে। এটা স্বামী প্রকাশ্যে এবং তিনবার তিনদিনে বলেছে। এরপর যখন আবার গায়ে হাত তোলে স্ত্রী তাকে সরকারিভাবে তালাক্বের নোটিশ পাঠায়। এরপর স্বামী আবার সংসার করতে চাইলে স্ত্রী তার সিদ্ধান্তে অনড় থাকে। কিছুদিন পর স্বামী পুনরায় অন্যত্র বিয়ে করে। এখন তাদের মধ্যে তালাক্বে কি কোনো অসঙ্গতি আছে? যেহেতু স্বামী অর্থ প্রদান করবেনা সেই শর্তে তালাক্ব দিতে বলেছে সে ক্ষেত্রে স্ত্রী কি মোহরানা বা সন্তানের ভরণপোষণের দাবি করতে পারবে?