আসসালামু আলাইকুম।
এক ব্যক্তির চার ছেলে ও এক মেয়ে ছিল। তার মধ্যে একজন ছেলে বাবা মা থাকা অবস্থাতেই স্ত্রী সন্তান রেখে মারা গিয়েছে। বাকি ৩ ছেলে ও ১মেয়ে সবাই জীবিত। অত:পর ব্যক্তি এবং তার স্ত্রী দুজনই মারা যান। এখন প্রশ্ন হলো দাদা দাদীর রেখে যাওয়া সম্পদ তার ঐ মৃত ছেলের যদি ১ ছেলে থাকে অথবা ১মেয়ে থাকে অথবা ছেলে মেয়ে উভয়েই থাকে তারা কি এখানে কোনো ভাগ পাবে?? যদি পায় তবে তা কিভাবে ও কতটুকু পাবে? বিস্তারিত জানতে চাই।
জাযাকাল্লাহু খাইরান