আসসালামু আলাইকুম উস্তায,একজন ভাই তার স্ত্রীকে রাগের মাথায় তালাক দেওয়ার নিয়তে কল দেয়, স্ত্রী কয়েক মাসের গর্ববতী ছিলো, তারপর কল ধরে স্ত্রীর ফুফাতো বোন।
ভাইটি বুঝছিলেন স্ত্রীর হাতে মুবাইল,শালীর কাছে ৩ বার তালাক দেন ঐ ভাইটি
যেহেতু স্ত্রী তালাক শুনেনি,তাদের তালাক কি হইছে??
একজন মুফতির থেকে ফতোয়া নিয়ে তারা অলরেডি সংসার করতেছে।
তাদের সংসার বৈধ্য হবে কি?
নেক্সটে তাদের আরও সন্তান হলে তারা কি বৈধ্য সন্তান হবে নাকি জারজ??