আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ।
আমি অসময়ে ঘুম আসলে মাঝে মাঝেই স্বপ্ন দেখি অদৃশ্য কিছু অথবা জীন মানুষ বা অন্য কোনো প্রাণীর রুপ ধরে আমার উপর আক্রমন করছে।কিন্তু আলহামদুলিল্লাহ সবসময়ই আমি কোনো না কোনো দু'আ বা সূরা পড়া শুরু করি অল্প একটু পড়লেই যে আক্রমণ করেছিল সে দূর্বল হয়ে যায় বা চলে যায়।।আর আমি জেগে যাই।জেগে যাওয়ার পর বাকি দু'আ পড়ে শেষ করি।
২ মাস আগেও ফজরের অনেকক্ষন পরে ঘুমিয়ে পরি।তখন স্বপ্নে দেখি আমি কোনো এক জায়গা থেকে খুব ভয় পেয়ে বাড়ি ফিরে আসার জন্য রওনা দেই।যখন রাস্তা দিয়ে হেটে আসছিলাম তখন আস্তে আস্তে রাত হয়ে আসছিল।আর সেখানে কোনো মানুষ ছিল না।
আমি রাস্তা দিয়ে আসার সময় গাড়ি,একটা বিল্ডিং যেখানে কোনো মানুষ নেই আর বাগানের দিক থেকে অদৃশ্য খারাপ কিছুর টান অনুভব করি, সে আমাকে একা নিয়ে গিয়ে মেরে ফেলবে বা অন্য কোনো ক্ষতি করবে।
অন্যান্য সময়ের মতো তখনও আমি দু'আ পড়া শুরু করি। সূরা হাশরের শেষ ৩ আয়াত আর আয়াতুল কুরসি পড়ছিলাম।(অন্য সময় আয়াতের কিছু অংশ পড়লেই জেগে যাই।কিন্তু এইদিন দু'আ ২টা পড়তেই ছিলাম বারবার)।
তখন এই দু'আগুলো আমায় সামনের দিকে টানছিল।আমিও অদৃশ্য ওইগুলো থেকে বাচার জন্য সামনের দিকেই যেতে চাচ্ছি।পরে দু'আর টানেই রাস্তা দিয়ে যেতে যেতে একটা বাড়ির সামনে আসি।সেই বাড়িতে আলো দেখতে পাই,সেখানে কিছু বাচ্চা খেলছিল বা পড়ালেখা করছিল।বাড়ির সামনে এসে আলো দেখতেই দু'আর টান আর অনুভব হচ্ছিল না।মনে হলো দু'আগুলো আমায় এখানেই আনতে চেয়েছিল।
আমিও পিছনের অদৃশ্য শত্রু থেকে বাচার জন্য বাড়িতে ঢুকার রাস্তা না খুজে যেখানে দাড়িয়ে ছিলাম সেখান দিয়েই ছোট ছোট গাছ আর কবর পারিয়ে বাড়িতে ঢুকে পরি।তখন দেখি একজন লোক হাতে একটা হারিকেন নিয়ে তার ঘরে যাচ্ছেন।গায়ে জুব্বার উপর পুরুষরা পাতলা পা পর্যন্ত কটির মতো পরে ওই রকম পোশাক ছিল অথবা রাজাদের পোশাক ছিল।আমি পেছন থেকে ইয়া আজিজ বলে ডাক দেই।আর তিনি আমাকে দেখে খুশি হয়ে মুচকি হাসি দিয়ে তাকিয়ে ছিলেন।
হাসি দেখে মনে হচ্ছিল তিনি আমাকে চিনেন।আর আমার জন্যই অপেক্ষা করছিলেন।তাই আমার একটু ভয় হচ্ছিল, মনে হচ্ছিল উনার তো আমাকে চিনার কথা না,উনি কিভাবে আমাকে চিনেন,উনি কি ওই অদৃশ্য জীনদের লোক, উনাকে আগেই আমার খবর জানিয়ে দিয়েছে ওরা।পরে আবার মনে হলো উনি খারাপ মানুষ হলে তো এই বাচ্চাগুলো(যারা খেলছিল সেখানে)উনার কাছে এসে থাকতো না।এটা ভাবতে ভাবতে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেই।আর ঘুম থেকে জেগে যাই।
*স্বপ্ন যেদিন দেখেছি তার আগের দিন আমায় পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল,কিন্তু আসেননি।স্বপ্ন দেখার দিন বিকেলে শুধু মহিলারা এসেছেন।তার ১০/১২ দিন পর পাত্র দেখতে আসেন।আমি স্বপ্নে যাকে দেখেছি পাত্র দেখতে চেহারা বাদে(আমি পাত্রের চেহারা দেখিনি)বাকি সব, লম্বা সাস্থ,গায়ের রঙ মানি সম্পূর্ণ তার মতো।
আমি এটা নিয়ে ভেবেছি বলে স্বপ্ন দেখেছি বিষয়টা আমার এমন মনে হয় না।কারন সবমসময় আমায় দেখতে আসলে ছবি দেওয়া বা ননমাহরামদের সামনে না যেতে চাওয়া নিয়ে ঝামেলা হয়।আর সেখানে না হয়ে যায়।আর আগায় না।তাই আমি এসব নিয়ে মানসিক এমন প্রস্তুতিই নিয়ে রাখি,যাতে পরে কষ্ট না পাই।তাছাড়া উনাদের সম্পর্কে আমরা শুধু এটুকুই জানতাম যে উনি মাদ্রাসায় পড়ান।দেখতে কেমন বা অন্যান্য আর কোনো কিছুই জানতাম না।
আমাদের ২ পক্ষেরই অনেক পছন্দ হয়।তারাও অনেক আগ্রহী ছিলেন।পাত্র পাত্রী ২ জনের ২ জনকেও পছন্দ হয়।কিন্তু তবুও কোনো কারন ছাড়াই এখানে আর কথা আগাচ্ছে না।না/হ্যা কিছুই বলেননি কেউ।দেড় মাস হয়ে গিয়েছে...
(আমার বিয়ে নিয়ে এমনিতেও সমস্যা হচ্ছে।ছবি না দেওয়া বা খুব ছোট ছোট কারনে পছন্দ হলেও আর আগায় না। কিন্তু এখানে এমন কোনো কারনই ছিল না।ছবি না দিতে চাওয়ায়ই হয়তো পাত্রের এখানে আগ্রহ আরো বেশি ছিল।)
এই স্বপ্নের সাথে কি এটা কি কানেক্টেড?