আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
18 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (19 points)
আসসালামু আলাইকুম,
ওস্তাদ,  আমি যদি কারো সাথে এরকম চুক্তি করি যে, আপনি আমার এই মোটরসাইকেলটা বিক্রি করে দেন; আমি আপনাকে কিছু পারিশ্রমিক দিব।  অথবা যদি বিষয়টা এমন হয় যে তার কাছে আমি বললাম, আপনি যদি আমার মোটরসাইকেল এই কয় টাকা বিক্রি করে দিতে পারেন; তাহলে এখান থেকে আমি আপনাকে এই কয় টাকা দিব।  তাহলে এই চুক্তির মাধ্যমে যে সে আমার মোটরসাইকেল বিক্রি করে দিল, এই বিক্রি  জায়েজ হবে কিনা?

1 Answer

0 votes
by (701,130 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সুনির্দিষ্ট সংখ্যায় কমিশন নির্ধারণ করা এবং পার্সেন্টিজ আকারে কমিশন নির্ধারণ করা, উভয়টিই জায়েয।
সুতরাং কাউকে মোটরসাইকেল বিক্রি করে দেওয়ার জন্য কমিশন ভিত্তিক এজেন্ট নির্ধারণ করা যাবে। এক্ষেত্রে কমিশন সুনির্ধারিত হতে হবে। সুনির্দিষ্ট সংখ্যায় অথবা পার্সেন্টিজ আকারে কমিশন নির্ধারিত হতে হবে।
رد المحتار: (63/6، ط: سعید)
قال في التتارخانية: وفي الدلال والسمسار يجب أجر المثل، وما تواضعوا عليه أن في كل عشرة دنانير كذا فذاك حرام عليهم. وفي الحاوي: سئل محمد بن سلمة عن أجرة السمسار، فقال: أرجو أنه لا بأس به وإن كان في الأصل فاسدا لكثرة التعامل وكثير من هذا غير جائز، فجوزوه لحاجة الناس إليه كدخول الحمام وعنه قال: رأيت ابن شجاع يقاطع نساجا ينسج له ثيابا في كل سنة


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...