আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
15 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (4 points)
physics ও Biology তে এ অনেক কথা আছে।কি কি করলে টাইম আলোর গতিত চলবে,ব্ল্যাক হোল আরো কি কি,এলিয়েন,কৃত্রিম হার্ট ইত্যাদি  ।এসব শুনার সময় অদ্ভুদ লাগলে আর মনে মনে ভাবলে বা বললে আল্লাহ জানে এমন কিছু থাকলেও থাকতে পারে যদি আল্লাহ বানায় রাখে।পরে বিজ্ঞানিরা আবিষ্কার করলেও করতে পারে।এসব এমন চিন্তা আসলে ও বললে কি ঈমানে সমস্যা হবে?ইসলামের বিপক্ষে গিয়ে কিছু না বললে বা চিন্তা করলে?
by (4 points)
এসব নিয়ে চিন্তা করলে প অন্য জনকে বললে কি ঈমানে সমস্যা হবে?মনে  মনে যদি থাকে আল্লাহ জানে অথবা আল্লাহ চাইলে সম্ভব।মানুষ তহ এমনিতে আবিষ্কার করে সবকিছু তহ আল্লাহর হাতে  এমন চিন্তা থাকলে মনে?

1 Answer

0 votes
ago by (691,530 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইমানে মুফাসসাল মানে হলো ইমান ও ইসলামের পূর্ণাঙ্গ বিবরণ। এটি হলো:
‘امَنْتُ بِاللهِ وَمَلئِكَتِه وَكُتُبِه وَرَسُوْلِه وَالْيَوْمِ الْاخِرِ وَالْقَدْرِ خَيْرِه وَشَرِّه مِنَ اللهِ تَعَالى وَالْبَعْثِ بَعْدَالْمَوْتِ
অর্থাৎ: আমি বিশ্বাস আনলাম আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাগণের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রাসুলগণের প্রতি, কিয়ামতের দিনের প্রতি; তাকদিরের প্রতি, ভাগ্যের ভালো-মন্দ আল্লাহর পক্ষ থেকে; মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি।’ (শুআবুল ইমান)।

الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وباليوم الآخر وبالقدر خيره وشره من الله تعالى ) متفق عليه 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বর্তমানে বিজ্ঞানীরা যা কিছু থিউরী উপস্থাপন করছেন, সেগুলো সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। বাস্তব সত্য যেগুলো সেগুলোকে বিশ্বাস করা যাবে। যেগুলো অনুমান নির্ভর সেগুলো সত্য মিথ্যা যেকোনো একটি হতে পারে। সুতরাং প্রশ্নে বর্ণিত আপনার ধারণা বিশুদ্ধ ও সঠিক। আপনি এভাবে ধারণা রাখতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...