বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইমানে মুফাসসাল মানে হলো ইমান ও ইসলামের পূর্ণাঙ্গ বিবরণ। এটি হলো:
‘امَنْتُ بِاللهِ وَمَلئِكَتِه وَكُتُبِه وَرَسُوْلِه وَالْيَوْمِ الْاخِرِ وَالْقَدْرِ خَيْرِه وَشَرِّه مِنَ اللهِ تَعَالى وَالْبَعْثِ بَعْدَالْمَوْتِ
অর্থাৎ: আমি বিশ্বাস আনলাম আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাগণের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রাসুলগণের প্রতি, কিয়ামতের দিনের প্রতি; তাকদিরের প্রতি, ভাগ্যের ভালো-মন্দ আল্লাহর পক্ষ থেকে; মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি।’ (শুআবুল ইমান)।
الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وباليوم الآخر وبالقدر خيره وشره من الله تعالى ) متفق عليه
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বর্তমানে বিজ্ঞানীরা যা কিছু থিউরী উপস্থাপন করছেন, সেগুলো সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। বাস্তব সত্য যেগুলো সেগুলোকে বিশ্বাস করা যাবে। যেগুলো অনুমান নির্ভর সেগুলো সত্য মিথ্যা যেকোনো একটি হতে পারে। সুতরাং প্রশ্নে বর্ণিত আপনার ধারণা বিশুদ্ধ ও সঠিক। আপনি এভাবে ধারণা রাখতে পারবেন।