আসসালামু আলাইকুম হযরত, রিলিজিয়াস ওসিডির রোগীদের কি চিন্তার দ্বারা কাজ করা দিয়ে কোন ক্ষতি হয়??? যেমন আমি ওমুক করলে আমার অমুক ক্ষতি হোক এমন ভাবলে যদি কাজটা করে ফেলি, তাহলে?আমি একটা ভার্সিটির ফর্ম ফিলাপ করার জন্য একটা লিংক প্রিন্ট করেছি কাগজে, তো ফিলাপ করার আগে আমার মনে খারাপ চিন্তা আসছিলো যে এই কাগজের লেখা লিংকটা থেকে যদি আমি ফর্ম ফিলাপ করি তাহলে আমার খারাপ কিছু হবে ঈমান বিষয়ক, এই কাগজের এই লিংকটা গাইরুল্লাহর সাথে সম্পর্কিত এসব খারাপ চিন্তা আসছিলো মনে৷ এরকম মনে মনে আসছিলো, তো পরে ভাবলাম আচ্ছা তাহলে অন্য কোথাও থেকে লিংকটা আবার নিবো তারপর ফর্ম ফিলাপ করবো। তো পরে হলো কি, এগুলো মনে ছিলো না তেমন। কাগজের ওই লেখাটা দেখেই ফর্ম ফিলাপ করে ফেলসি। এখন কি আমার কোন সমস্যা হবে হযরত?? আমি খুব টেনশনে আছি। নতুন করে ফর্ম ফিলাপ করা যায়না মনেহয়। আর একটা প্রশ্ন সম্মানিত হযরত, কোন হারাম কাজ করার জন্য যদি করে ফেলি নাফসের তাড়নায়, আর তখন মনে মনে আসে যে এই হারাম কাজটা করলে আমার যেন ঈমান বিষয়ক ক্ষতি হয়, তারপরো যদি হারাম কাজটাকরে ফেলি তাহলে কি সত্যিই সেই মনের আওড়ানো কথাগুলো সত্যি হবে? একটু জানাবেন হযরত, আমি কি এসব চিন্তা বাদ দিয়ে একটু রিলাক্স হতে পারি?