ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) সূরা মূলক বা কুরআনের অন্যান্য সূরা যদিও মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিল হয়েছে , তবে অনেক স্থানে কাফের দের উদ্দেশ্য বলা হয়েছে। তাই আপনার মনোভাবের দরুণ কোনো সমস্যা হবে না।
(৩) কুলআনে কিছু জায়গায় আল্লাহ হযরত মুহাম্মদ সাঃ এর মাধ্যমে কাফির মুশরিকদেরকে বলেছেন।
(৩) প্রশ্নের বিবরণমতে কোনো সমস্যা হবে না।
(৪) প্রশ্নের বিবরণমতে পার্টিতে গোনাহের কাজ হলে সেগুলো গোনাহ। তবে ঈমানে কোনো সমস্যা হবে না।
(৫) তাওবাহ করলেই হবে।
(৬) অনৈসলামিক কিছু হলে তখন তো নাজায়েজ। তবে শুধুমাত্র অফার দিলে তা নাজায়েজ হবে না।
(৭) প্রশ্নের বিবরণমতে ঈমানে কোনো সমস্যা হবে না।
(৮) নববর্ষ উদযাপন করা গোনাহ। তবে ঈমান যাবে না।
"الدر المختار " (4/ 224):
"(وشرائط صحتها العقل) والصحو (والطوع) فلا تصح ردة مجنون، ومعتوه وموسوس، وصبي لايعقل وسكران ومكره عليها، وأما البلوغ والذكورة فليسا بشرط بدائع".
قال ابن عابدین رحمه الله:
" قال في البحر والحاصل: أن من تكلم بكلمة للكفر هازلاً أو لاعبًا كفر عند الكل ولا اعتبار باعتقاده، كما صرح به في الخانية. ومن تكلم بها مخطئًا أو مكرهًا لايكفر عند الكل، ومن تكلم بها عامدًا عالمًا كفر عند الكل، ومن تكلم بها اختيارًا جاهلاً بأنها كفر ففيه اختلاف. اهـ".