1)আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ্।৫/৬ মাস যাবত আমার আম্মু অনেক অসুস্থ, বিছানায় পরা। তবে এখন পুরো পিঠ ঘা হয়ে গেছে,কোনো কথাবার্তা বলতে পারেনা,।মানুষ চিনে না,সারা শরীলে অনেক ব্যাথা,ব্যাথার জন্য শরীরে কোথাও ধরা যায় না। এমন অবস্থায় কেউ কেউ বলছে যেভাবেই হোক উত্তরশিরা করতেই হবে।আম্মুর মাথা দক্ষিণ দিকে পা উত্তর দিকে আছে। অনেকে বলতেছে 'পা উত্তর দিকে থাকা নাকি ভালো না,মাথা উত্তর দিকে করতে হবে'। এই নিয়ম কি শরিয়তের আছে যে এমন করতে হবে ?
2)আবার অনেকে বলে অসুস্থ ব্যাক্তির ডান দিকে ফাঁকা রাখতে যেন কেউ না দাঁড়ায়, যাতে ফেরেশতা আসতে পারে -- এটা শরিয়ত সম্মত??
3)খতমে শিফা পড়া কি জায়েজ?
****(শায়েখ আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতা ও নেক হায়াত দান করেন)