আসসালামু আলাইকুম।
এক বোনের প্রশ্ন।নিচে তার ভাষ্য উল্লেখ করছি।
আমার শাশুড়ী একবার আমাকে বলছিলেন বিদেশে কেউ বসে থেকে খায় না,তার এক বোন জাপানে গেছিলেন একটা ছোট বাচ্চা নিয়ে যাকে চাইল্ড হোমে দিয়ে সকলা থেকে রাত রিসার্চ এর কাজ করতেন তারপর বাসায় আসার সময় বাচ্চা নিয়ে আসতেন,আবার সকালে দিয়ে আসতেন।তারপর একদিন হঠাৎ করেই ফোনে কথা বলতে বলতে আমার শাশুড়ী বাচ্চা নেওয়ার ব্যাপারে বললেন। তাড়াতাড়ি বাচ্চা নাও,বয়স হচ্ছে। বেশিদিন হলে সমস্যা হয়,বাচ্চা না হয় আমরাই পেলে দিবো।তো আমি নরমালি বলেছিলাম আমার বাচ্চা আমিই পালবো।
এতে আমার শাশুড়ী কষ্ট পেয়েছেন যা আমি দেড় বছর পর জানতে পারলাম। বড়রা কষ্ট পেলে মাফ চাওয়া তো স্বাভাবিক ব্যাপার।
তাই বলে এটার ফতোয়া কি এমন হবে যে অনুতপ্ত হয়ে মাফ চাইতেই হবে।
আর আমার হাসবেন্ড যে আলেমের থেকে ফতোয়া নিয়েছেন সাথে আমার হাসবেন্ডের এক ক্লোজ ভাই ছিলো।যদি ফতোয়া নিতেই হয় তবে তো একান্তে আলেম সাহেবের থেকে নিতে পারতো
মাফ না চাইলে হাসবেন্ড কথা বলবে না এটা হাসবেন্ড বলছে।
আমি এই পুরো বিষয়ের ফতোয়া চাচ্ছি