১।আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। মাঝে মাঝে হিন্দি সিরিয়াল বা সিনেমা দেখার সময় ওদের পূজার সিন আসে এগুলো বিশ্বাস না করে আকিদা ঠিক রেখে এমনিতে দেখলে কি ঈমান চলে যাবে?
২।এসব সিন দেখার সময় হঠাৎ করে কারো মনে কু-চিন্তা (বুঝে নিয়েন) বা শয়তানের ওয়াসওয়াসা এসে আবার চলে গেলে কি ঈমান চলে যাবে?