আসসালামুআলাইকুম আমার স্বামী ঘর এ অর্থাৎ আমাদের রুম এ vape খান ই-সিগারেট যেটা কে বলে সেটা খান আমি এই ঘর এ হিফজ করি আলিম এর ও ছাত্রী আইওএম এর সেই ক্ষেত্রে দিনী শিক্ষা যেদিকে নিচ্ছি সেখানে তার কি এটা করা উচিত হচ্ছে? এতে কি আমার ইলমের ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে ? এতে কি ঘর এ রহমত এর ফেরেশতা কি আসে না? আমি তাকে নিষেধ করেছি বলেছি এটা ঠিক না আমি জানি না সে রাগ করেছে কি নাকি সে ও ইসলামিক যথেষ্ট কিন্তু সে এই অভ্যাস ছাড়তে পারছেন না আমার করণীয় কি