ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কেউ জানে কোন কাজ হারাম, সেই কাজ করলে বা সহযোগিতা করলে তার ঈমান যদিও চলে যাবে না।তথাপি তার কাজটি হারাম হবে। তার কবিরা গুনাহ হবে।
(২) স্মৃতি সৌধে মোমবাতি জ্বালালে যদিও তার ঈমান চলে যাবে না তথাপি এটাও কবিরা গোনাহ হবে।
(৩) কোন মেয়ে,ছেলের ছবি বা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এসব করলে ঈমানে কোনো সমস্যা হবে না। হ্যা, শেয়ার বা লাইক করলে গোনাহ হবে।
(৪) এমন কিছু যা ইসলামে হারাম যেমনঃ গান,প্রেমের ভিড়িও, নাটক,সিনেমা, প্রেমের সিনেমা ইত্যাদি এসব দেখলে, লাইক কমেন্ট করলে বা ভালো লাগলে ঈমান চলে যাবে না। হ্যা কবিরা গুনাহ হবে।
(৫) হিন্দি সিরিয়াল বা সিনেমা দেখার সময় ওদের পূজার সিন আসে এগুলো বিশ্বাস না করে আকিদা ঠিক রেখে এমনিতে দেখলেও গোনাহ হবে।
(৬) স্ত্রীর সাথে বসে বিয়ের আগের দুইজনের একে অপরের সাথে প্রেম করত এ বিষয়ের কথা বললে মানে প্রেমের স্মৃতির কথা বললে গুণাহ হবে তবে ঈমান চলে যাবে না।
(৭)ভালো লাগার জন্য কেউ প্রেমের নাটক,ভিড়িও এসব দেখলে গোনাহ হবে তবে ঈমান যাবে না।