আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। এসব বিষয়ে মোটেও জানি না তাই জানার জন্য।
১।কেউ জানে কোন কাজ হারাম সেই কাজ করলে বা সহযোগিতা করলে তার কি ঈমান চলে যাবে নাকি হারাম কাজ করার জন্য বা সহযোগিতা করার জন্য কবিরা গুণাহ হবে?
২।কেউ ছোট শিরক ভেবে আর ঈমান ভন্গ হতে পারে এমন কিছু দ্বারা না জেনে স্মৃতি সৌধে মোমবাতি জ্বালালে তার কি ঈমান চলে যাবে আর কোন মানুষ জেনে শুনে ছোট শিরকের কাজ করলে ঈমান চলে যাবে নাকি ছোট শিরকের গুণাহ হবে?
৩।কোন মেয়ে,ছেলের ছবি বা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এসব করলে কবিরা গুণাহ হবে নাকি ঈমান চলে যাবে?
৪।এমন কিছু যা ইসলামে হারাম যেমনঃ গান,প্রেমের ভিড়িও, নাটক,সিনেমা, প্রেমের সিনেমা ইত্যাদি এসব দেখলে, লাইক কমেন্ট করলে বা ভালো লাগলে কি ঈমান চলে যাবে নাকি কবিরা গুণাহ হবে?
৫।মাঝে মাঝে হিন্দি সিরিয়াল বা সিনেমা দেখার সময় ওদের পূজার সিন আসে এগুলো বিশ্বাস না করে আকিদা ঠিক রেখে এমনিতে দেখলে কি ঈমান চলে যাবে?
৬।স্ত্রীর সাথে বসে বিয়ের আগের দুইজনের একে অপরের সাথে প্রেম করত এ বিষয়ের কথা বললে মানে প্রেমের স্মৃতির কথা বললে কি কবিরা গুণাহ হবে নাকি ঈমান চলে যাবে?
৭।ভালো লাগার জন্য কেউ প্রেমের নাটক,ভিড়িও এসব দেখলে কি ঈমান চলে যাবে?