আসসালামু আলাইকুম উস্তাদ।
আমার বাসায় একজন একটা বিড়াল ফেলে যায় সেই বিড়াল বাচ্চা দেয়াতে এখন ২০ টা বিড়াল হয়ে গেছে। এদেরকে দূরে ছাড়ার চিন্তা অনেকবার করেছি কিন্তু এদের খাওয়ার অভ্যাস এমনযে ঠিক সময় মত খাওয়ার যায়গায় এসে বসে অপেক্ষা করবে। ঘরে জন্ম হওয়ায় এরা খাবার খুজে খাওয়া বুঝেনা আর মানুষ অনেক ভয় পায়।
এখন এদের পিছনে সময় শ্রম অর্থ যা পরিমানে প্রয়োজন তা আমার জন্য অসম্ভব না হলেও কষ্ট সাধ্য ।
এর মধ্যে কিছু বিড়াল আছে যারা ঘরে বিভিন্ন যায়গায় প্রশ্রাব করে এই অভ্যাস কোনোভাবে দূর করতে পারিনি। এটাই এখন সবেচেয়ে যন্ত্রনাদায়ক হয়ে দাড়িয়েছে।
এখন এমন বিড়াল যদি অসুস্থ হয় আর আমি তার চিকিৎসা না করাই আর সে মারা যায় এতে কি গুনাহ হবে? এই খরচ বহন করা আমার জন্য অসম্ভব না হলেও অনেক চাপ এর। আমার কাছে দূরে রেখে আসার চেয়ে ওদের চোখের সামনে মরতে দেখা সহজ কারন বাহিরে অন্তত কষ্টে আছে এই চিন্তায় ভুগতে হবেনা। মাফ করবেন ভুল হয়ে থাকলে।কিন্তু আমার এ বিষয়ে পরামর্শ দরকার
আর আমি চেষ্টা করি এদের পিছনে অপব্যায় না করতে। কিন্তু বিড়াল পালা নিয়ে একজন ইসলামিক ব্যাক্তিত্বের নেগেটিভ মনোভাবের কারনে এখন অনেক গিলটি ফিল হয় যে আমি কেন এদের পিছে এত শ্রম অর্থ ব্যয় করি আমিতো আরো ভালো কাজ করতে পারতাম এই টাকা কাউকে দান করে। আমার এদের পিছে খরচ করাতে আমি কি সোয়াব পাবো?
আবার ছেড়ে আসা হয়েছে এমন বিড়াল সপ্তাহ খানিক পর মৃত অবস্থায় পেয়েছি তাই এটাই যে বেস্ট অপশন সেটাই মানতে পারিনা।
আমি এদেরকে একদমই আটকে পালিনি। এরা যায়না বাসা থেকে গেলেও চলে আসে।