আমার বয়স ১৪ বছর আব্বু হারাম ও হালাল টাকা দুইটাই আছে। কিন্তু বাসায় শুধু হারাম টাকা হালাল টাকা ব্যাংকে রাখে আর সুদ খায়। এখন আমি চাই যে নিজে মোবাইলে গ্রাফিক ডিজাইন করে যা পারি ইনকাম করার এখন আমার প্রশ্ন হলোঃ
১) আমার মোবাইলও তার হারাম টাকায় কেনা আমি কি এই মোবাইল দিয়ে ডিজাইন করতে পারি?
২) গ্রাফিক ডিজাইনে অনেক সময় রেস্টুরেন্ট এর ছবি বানাতে দেয় কিন্তু সেই রেস্টুরেন্ট যদি নানা গুনাহ যেমন গান-বাজনার ভিডিও ছাড়ে তাহলে কি তাদের ডিজাইন দেওয়া এবং টাকা নেওয়া হালাল হবে? তারপর অনেকেই তার ফেসবুক পেইজের জন্য বা কোর্সের জন্য পোস্টার এর ডিজাইন চায় কিন্তু সেটার মধ্যে ফ্রি-মিক্সিং, মিউজিক বা বাকি জিনিসের আশংকা থাকে তাহলে কি গ্রাফিক ডিজাইন করা যাবে?