আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি হানাফি মাজহাব অনুযায়ী চলি। আমার হাসবেন্ড সহীহ হাদিস মেনে চলে সালাফি দের মতো তো আমরা দুজন এক সাথে প্রায় সময় সুন্নত নফল এক সাথে পড়ি তো পড়ার মাঝে মাঝেই হাসবেন্ড খুনসুটি করে চুমু দেন তার কথা মতে এতে ওজু ভাংগে নাহ। তো আমার প্রশ্ন এতে কি ওজু আমারো ভেংগে যাবে? কারন আমি তো তাকে মানাও করতে পারি না আবার এত বার ওজু করাও সম্ভব নাহ এক্ষেত্রে আমাদের হুকুম কি। চুমু টা সাধারণ চুমু উত্তেজিত অবস্থায় না। নামাজের পাটি তে বসেই করে এমন খুনসুটি এক্ষেত্রে আমার করনীয় কি?