আসসালামু আলাইকুম, মুহতারাম।
আমি পূর্বে একটা মেয়েকে ভালোবাসতাম এবং তার বিয়ে হয়ে যায়। আমি তাকে তার বিয়ের আগে বলেছিলাম আমি তাকে বিবাহ করতে পারব কিন্তু পরে আমি তাকে আর বিবাহ করতে সক্ষম হইনি। এমত অবস্থায় তার অন্যত্র বিবাহ সম্পন্ন হয়। এই সমস্যা আমাকে অনেক পীড়া দেয়। আমি কিছুতেই তাকে দেয়া সেই পরিশ্রুতির কথা ভুলতে পারি না। যার জন্য আজো আমি বিয়ে না করে তার জন্য অপেক্ষা করছি। যদিও এটা সম্ভব না তার সাথে আমার বিয়ে হওয়া। কারন সে এখন অন্যত্র বিবাহ করেছে। কিন্তু আমার অবস্থা এমন আমি এই সমস্যার জন্য অন্য কোথায় বিয়ে করতে রাজি না। এই অবস্থায় শরিয়াহ দৃষ্টিতে আমার করনীয় কি? আমি যদি বিয়ে না করে এভাবে জীবন কাটিয়ে দেই তাহলে কি সেক্ষেত্রে আমি কি শরিয়াহ পরিপন্থি কোনো কাজ করছি নাকি আমাকে অন্য কিছু করা দরকার। আমি আল্লাহর কাছে তাকে চাই। এই চাওয়াও কি আমার জন্য নাজায়েজ? আমাকে উত্তরটা দিয়ে উপকার করবেন ইং শা আল্লাহ।
জাঝাকাল্লাহু খাইরান।