ব্যাক্তিগত ভাবে বিজাতীয় সংস্কৃতিকে ঘৃণা করা এবং বিরত থাকা হলেও পারিবারিক ভাবে সম্ভব হচ্ছে না। শরীয়ার বিধান জানিয়ে সচেতন করা হলেও নানান অযুহাতে আয়োজন হচ্ছেই। ঘরোয়া হওয়ায় সেখান থেকে বেঁচে থাকা অসম্ভ হয়ে যাচ্ছে। উদাহরণস্বরুপ জন্মদিন পালন। মানা করার পর ও, নিজের অবস্থান জানান দেওয়ার পরও ঘরেই তো, নিজেরা নিজেরাই তো বলে সবই করা হচ্ছে। এক্ষেত্রে ঘরের বাহিরে, মজলিসের বাহিরে যাওয়া, ও সবাইকে উপেক্ষা করা, নিজের ইচ্ছা জাহির করার ও সুযোগ থাকছে না। এক্ষেত্রে করনীয় কি?