আসসালামু আলাইকুম।
পরীক্ষিত আমল এর ব্যাপারে ইসলাম কি বলে? পরীক্ষিত আমল বলতে ইসলামের ইতিহাসে বিভিন্ন বুজুর্গগন নিজেরা যেসব আমল করে ফায়দা পেয়েছেন সেসব আমল করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ বা উৎসাহিত কিনা?
যেমন: ১) সন্ধ্যায় সূরা ওয়াক্বিয়া তেলায়ত করা। এতে রিজিকে বরকত আসে। ২) সূরা আলে ইমরানের ১৭,২৬,২৭ নং আয়াত নিয়মিত তেলায়ত করা। এতে দোয়া কবুলসহ বিভিন্ন ফজিলত লাভ করা যায়।