১. হস্থমিথুন এর পর গোসল এর আগে দুনিয়াবি কাজ করা যাবে কি না? যেমন: বই কেনা, কৃষি কাজ করা
২. গোসলের আগে কোন ভাল কাজ করলে সওয়াব হবে কি না?
৩. ইউটিউব এর বিভিন্ন টিউটোরিয়াল থেকে কোন একটি টপিক শিখে ভিডিও সেই টপিকের উপর ভিডিও বানানো যাবে কি না?
৪. একজন লেখক যখন বই লিখেন তখন বিভিন্ন বিষয়ের সংগা লিখতে হয়। কিংবা ইতিহাস জানার প্রয়োজন হয়। যেমন: মোবাইল কাকে বলে? কত সালে আবিষ্কৃত হয়েছে - এই ধরনের তথ্য কি কোন বই থেকে কপি করা যাবে?