মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
হাদীস শরীফে এসেছেঃ-
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى هُدًى إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ اتَّبَعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى ضَلَالَةٍ إِلَّا كَانَ عَلَيْهِ مِثْلُ أَوْزَارِهِمْ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا
মালিক (রহঃ) বলেনঃ তাহার নিকট খবর পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেনঃ যেকোন আহবানকারী হিদায়াতের দিকে আহবান করিবে তবে তাহাকে তাহার অনুসরণকারীদের সমান পুণ্য দেওয়া হইবে। অনুসরণকারীদের পুণ্য হইতে বিন্দুমাত্র কম করা হইবে না। আর যেকোন আহবানকারী পথভ্রষ্টতার দিকে আহবান করিবে, তবে তাহার উপর অনুসরণকারীদের পাপসমূহের সমান পাপ বৰ্তাইবে। তাহাতে অনুসরণকারীদের পাপসমূহের এতটুকুও কম করা হইবে না।
(মুয়াত্তা মালিক ৪৯৬)
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
কোনো এনজিওর কাছে জিনিস বিক্রি করার হুকুম আসলে নির্ভর করে ওই এনজিওর প্রকৃতি ও কাজের ধরন এর উপর।
★যদি এনজিওর কাজ হালাল ও মানবকল্যাণমূলক হয়
যেমন—
শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র সহায়তা, এতিমখানা পরিচালনা
দুর্যোগে সহায়তা,
সামাজিক উন্নয়নমূলক কাজ।
তাহলে তাদের কাছে জিনিস বিক্রি করা জায়েজ।
★যদি এনজিওর কাজ হারাম বা ইসলামের বিরোধী হয়
যেমন—
সুদভিত্তিক কাজ (রিবা প্রচার)
ধর্মবিরোধী কার্যক্রম
অনৈতিক/অবৈধ কাজকে সমর্থন করা
তাহলে তাদের কাছে জিনিস বিক্রি করা জায়েজ নয়।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
এনজিও যদি বৈধ (হালাল) উদ্দেশ্যে কাজ করে, তাহলে তাদের কাছে বিক্রি করা জায়েজ। তবে যদি তাদের কার্যক্রমে স্পষ্টভাবে হারাম বা ধর্মবিরোধী কিছু থাকে, তখন বিক্রয় করা উচিত নয়।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত এনজিওর কাজ যদি স্পষ্টভাবে হারাম বা ধর্মবিরোধী কিছু না থাকে,সুদী কাজ থাকলে তাহা নিতান্তই কম হয়,সেক্ষেত্রে আপনি আপনার মাকে ওই ব্যবসায় ধার দিতে পারবেন।