السلام عليكم ورحمة الله وبركاته
উস্তাজ আজকে যোহরের নামাজের সময় তৃতীয় রাকাতে আমি ভুল করে সুরাহ ফাতিহার সাথে ভিন্ন সুরাহ মিলিয়ে ফেলি যার কারণে আমার সন্দেহ হতে থাকে যে তার আগের রাকাতে আমি বৈঠক করেছিলেম কিনা। আমি কোনোভাবেই মনে করতে পারিনি। তাই আমি নামাজ স্বাভাবিক নিয়মে সম্পূর্ণ শেষ করে উভয়দিকে সালাম ফিরে পুনরায় দুটি সিজদা করে আবার তাশাহুদ,দুরুদ ও দুআ মাসুরা পড়ি। আমার নামাজ কি হয়েছে? নাকি আমি পুনরায় আদায় করে নিবো সতর্কতাবশত?