রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: ثِنْتَانِ لاَ تُرَدَّانِ: الدُّعَاءُ عِنْدَ النِّدَاءِ، وَتَحْتَ الْمَطَرِ
“দুটি সময় আছে, যখন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: (এক) আজানের সময়, (দুই) বৃষ্টির সময়।”
(সুনান আবি দাউদ, হাদিস নং 2540; হাকিম, মুসতাদরাক 2534 – সহিহ বলে বর্ণিত)
এ ছাড়া অন্য বর্ণনায়ও এসেছে, বৃষ্টি নামার সময় দোয়া কবুল হওয়ার সুযোগ থাকে।
তাই ইসলামী স্কলারগন বলেছেন, বৃষ্টির সময় আল্লাহর কাছে দোয়া করা মুস্তাহাব (পছন্দনীয়), আর এটি বিশেষভাবে দোয়া কবুলের মুহূর্তগুলোর মধ্যে একটি।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
তুষারপাত (বরফ পড়া) সম্পর্কিত কোনো সহিহ হাদিস পাওয়া যায় না যে, সেটি বিশেষভাবে দোয়া কবুল হওয়ার সময়।
তবে ইসলামী স্কলারগন বলেন—তুষার, শিলা বা বৃষ্টি—সবই আকাশ থেকে আল্লাহর রহমত স্বরূপ বর্ষিত হয়। তাই এ সময়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ তা কবুল করবেন, কিন্তু এ সম্পর্কে নির্দিষ্ট হাদিস নেই।
অর্থাৎ:
বৃষ্টির সময়—সরাসরি হাদিসে এসেছে।
তুষারের সময়—সরাসরি হাদিস নেই, তবে যেহেতু এটিও আল্লাহর পক্ষ থেকে রহমতস্বরূপ পানি, তাই দোয়া করা যেতে পারে।