আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওবারকাতুহ,
জনাব,
প্রশ্ন:১
ফরজ গোসলের সময় তিনবার করে গরগরা কুলি করা , তিনবার করে নাকের নরম জায়গায় পানি প্রবেশ করানো কি ফরজ , নাকি একবার করে করলেও গোসলের ফরজ গুলো আদায় হয়ে যায়?
প্রশ্নঃ২
মুসলিম ডে এপ টিতে দেখলাম জানাজার নামাজে যদি বড় দোয়া গুলো জানা না থাকে তাহলে এই দোয়াটি পড়লেও হবে ?
এবং এই দোয়াটি পড়ে কি জানাজার নামাজ পড়ানো যাবে ?
اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ