আসসালামু আলাইকুম।
১. শাইখ বাসায় প্রচুর ছাড়পোকার উপদ্রব হয়েছে, কোন ওষুধ ই কাজে আসছে না, সমস্যা টা গত ৫/৬মাস ধরে। এর জন্য কি কোন রুকিয়্যার আমল আছে?বাসায় এম্নিতেও নানা পোকামাকড় থাকে।
২.১৮ বছর বয়স থেকেই আমার ফ্যামিলি বিয়ের চেষ্টা করছেন।বতমানে আমার বয়স ২৭,আমি বিভিন্ন আমল, রুকিয়্যা ও করেছি, আমি ১৯ বছর বয়স থেকেই পরদা মেইনটেইন করে চলা ফেরা করছি।এখন আর আমার বিয়ের জন্য কোন দোয়া বা আমল কিছু ই করতে ইচ্ছে করে না। আমার এক্ষেত্রে আর কোন দিক গুলো মেনে চলা উচিত হবে দয়া করে জানাবেন ইনশাআল্লাহ।