আস সালামু আলাইকুম।
ফরজ গোসলে নাকে পানি ও কুলি এবং সারা শরীরে পানি দেয়াই কি যথেষ্ট? নাকি এই তিনটার বাইরেও কিছু আছে?
আর ফরজ গোসল বা অজু এই ক্ষেত্রে কি সিরিয়াল মেইনটেইন আবশ্যক? হলে সিরিয়ালটি কি?
আর গোসলের ক্ষেত্রে কানের ফুটায় দুল / সরু কিছু দিয়ে খোচানো কি আবশ্যক? নাকি উপর দিয়ে ধুলেই চলবে? আমার কানে দুইটা ফুটা। একটা ফুটায় দুল দেয়া খুব কষ্ট, রক্ত জমে। তবুও মাঝে মাঝে দুল দেই ফুটা রাখার জন্য। এখন গোসলের সময় এই ফুটাটায় কি দুল দিয়েই ধুতে হবে?দুল ছাড়া পানি যাচ্ছে কিনা তা বোঝা যায়না।
আমার নখে ফাউন্টেন পেনের কালি লেগে নখ ও চামড়ায় লাল হয়ে আছে, পানি লাগছে কিনা বোঝা যাচ্ছেনা, তবে আমি চেষ্টা করেছি তোলার। এতে কি আমার অজু গোসল হচ্ছে?..
জাজাকাল্লাহ