আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
১.উস্তায, বিদেশ থেকে টাকা পাঠানোর পর সেই টাকা তোলার সময় কিছু টাকা বোনাস দেয় ব্যাংক থেকে। সেটা কি সুদ?
২.মাছের রক্ত, টিকটিকির মল- এগুলো কি নাপাক? জামায় বা কোনো স্থানে থাকলে এগুলো নিয়ে নামাজ পড়া যাবে?
৩.অনেকসময় বাচ্চারা বিছানায় প্রস্রাব করে আবার শুকিয়ে যায় কিছুক্ষণ পর। তো সেখানে বসা যাবে? আর বসার পর নাপাকি জামায় লাগার সম্ভাবনা আছে?