আসসালামুআলাইকুম শায়েখ
আমার প্রশ্ন দুইটা
প্রশ্ন নং ১
কোনো প্রতিযোগিতায় ফ্রী নেওয়া হলে সেই ফ্রী নিমোক্ত কাজে ব্যয় করা হলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কি জায়েজ হবে?
১. প্রতিযোগিতার টেকনিকাল খরচ , ইভেন্টের সাথে জড়িত যাদেরকেই কুরিয়ার করা হবে তাদের কুরিয়ার খরচ। যাদের থেকে ফি নেওয়া হচ্ছে, তাদের কুরিয়ার খরচ বাদে।
২. আমাদের ওয়েবসাইট ডোমেইন রিনিউ
৩. পেইড প্লাগ‌ইন এবং থিমের খরচ
৪. প্রিমিয়াম জুমের খরচ
৫. উত্তরবঙ্গে মসজিদ প্রজেক্টের খরচ(পোস্ট পেইজে করা আছে)
৬. বৃক্ষ রোপন কর্মসূচী (ছবি পেইজে)
৭. শীতবস্ত্র বিতরণ কর্মসূচী (ছবি পেইজে)
৮. রমাদান প্রজেক্ট (ছবি পেইজে)
৯. যেসব কোর্সেই উস্তাযের হাদিয়ার সমপরিমাণ শিক্ষার্থী হয় না সেসবে উস্তায, উস্তাযাদের হাদিয়া প্রদান
১০. ইভেন্টে প্রশ্ন প্রণয়ন, প্রশ্ন সেট, মূল্যায়ন, পরিচালনা কাজে নিয়োজিত ভাই-বোনদের হাদিয়া
১১. ভলান্টিয়ার, ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের হাদিয়া
১২. ক্যাম্পেইন পরিচালনা এবং সেসবের সাথে জড়িত খরচ
১৩. ডিজাইন, অ্যাড, বুস্ট খরচ
ইত্যাদি।
প্রশ্ন নং ২
আমার আব্বুর ইনকাম হারাম আমি একজন মেয়ে আমার কাছে কোনো হালাল টাকা নেই। আমি কি এই টাকা দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব?