আমার আম্মু অযুর পরের অবশিষ্ট পানি খাওয়ার কথা বলেন। ওনার মতে অযুর অবশিষ্ট পানি অসুখ ভালো হওয়ার নিয়তে খেলে নাকি অসুখ ভালো হয়। আমার আম্মু খুব অসুস্থ। এখন আমার কথা হচ্ছে অযুর পরের অবশিষ্ট পানি কি হাইজিনিক হবে? শরিয়তে এ ধরনের কোনো কথা আছে কি। আমার আম্মু কোথায় যেন শুনেছেন এ কথা।