আসসালামু আলাইকুম হযরতজি।
আমার স্ত্রী একজন হাফেজা। বিয়ের বয়স দুই বছর। আমি চাকুরীর সুবাদে দূরে থাকি। বাড়িতে মধ্যবয়স্ক মা থাকেন।বাবা নেই। বড় বোন চাকরির সুবাদেও এখানেই থাকে। পরিবারে এই তিনজন সদস্য। আমার স্ত্রী হেফজ শেষ করার পরে তাকে বিবাহ করি। তার ইয়াদ তেমন ভালো না। আমি জেনারেল শিক্ষিত। তাই নিজের এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাকে বিবাহ করি। তবে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য সাংসারিক কাজে সে যথেষ্ট দুর্বল। মাদ্রাসার অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেছে। আমার স্ত্রী সাংসারিক কাজকর্ম করে পড়াশোনার খুব কম সময় পায়। তার ইয়াদ আরো দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য তাকে অতিরিক্ত করে মাদ্রাসায় পড়ানোর জন্য সুযোগ নেই। কিন্তু সে মাদ্রাসায় পড়া এবং সেখানে চাকরি করতে চায়। যেটা আমার বাড়িতে থেকে করার সুযোগ নেই। সে সে ইয়াদ মনে রাখার জন্য মাদ্রাসায় পড়তে যাওয়া নিয়ে সাংসারিককাজ ত্যাগ করতে চায়।আমি তাকে চেষ্টা করতে বললেও সে বলে এভাবে হবে না। আমি বলি দিনে যতটুকু পারো চেষ্টা করো, কিন্তু কাজকর্মের পরে ক্লান্ত এর জন্য পারে না।এ নিয়ে একটা মনমালিন্য চলছে।এজন্য আমি তাকে রুটিন করে দিয়েছি। কিন্তু দুইদিন করার পরে আর খোঁজ নেই।বলে এভাবে মনে থাকে না। নামাজে পড়তে বলি তাও হয় না।
আমি তাকে বলেছি তুমি চেষ্টা করো আল্লাহ তোমার চেষ্টা দেখবে। কিন্তু তাকে বুঝাতে আমি ব্যর্থ। সংসার তার কাছে বিষাক্ত হয়ে উঠেছে। এটাকে সে এখন দায়ী করতেছে। আমার সকল আদেশ-নিষেধের প্রতি তার বিশ্বাস উঠে গেছে। ভবিষ্যতে হয়তো তাকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে কঠিন হয়ে পড়বে।
এই মুহূর্তে কি করতে পারি?
জাযাকাল্লাহ খায়ের