اَلسَّلاَمْ عَلَيْـــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ
উস্তাদ,আমার এক বোনের ছোট ছোট তিনটা মেয়ে আছে।পর পর হওয়ায় সবাই ছোট ।আর আপুও জব করে।যার কারণে বাচ্চা দেখাশোনাতে অনেক সমস্যা হয়।তিনটাই মেয়ে বাবু হওয়ায় আপুর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার প্রতি বিরক্তি প্রকাশ করেন। এজন্য তাদের সম্পর্ক ও ভালো নেই। এখন আবার এক মাসের গর্ভবতী।তার হাজবেন্ড কিছুতেই এই বাচ্চা রাখতে চাচ্ছেন না।বলছে, বাচ্চা নষ্ট করতে হবে নয়তো তালাক দিবে। হাজবেন্ডের কথা হলো, তাদের বিয়ের বয়স যেহেতু কম,এতো কম সময়ে এতো গুলো বাচ্চা নিলে সমাজের মানুষ কটু কথা বলবে। কিন্তু আপু বাচ্চা রাখতে চাচ্ছেন আর ভয় ও পাচ্ছে তালাক হয়ে যাওয়ার।
আপু জানতে চান,তিনি কি করবেন। বাচ্চা নষ্ট করবেন নাকি তালাক হওয়াকে মেনে নিবেন।আর যদি বাচ্চা নষ্ট করতে হয় তবে এটা কি হারাম হবে কিনা। এজন্য পরকালে আপুকে শাস্তি পেতে হবে কিনা।
আপুর স্বামীকে অনেক বোঝানো হয়েছে। কিন্তু তিনি কোনো কিছু শুনতে নারাজ। শ্বশুরবাড়ির মানুষ ও আপুকে সাপোর্ট করে না।