আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
আমার বাবার হালাল ব্যবসা। আগে এই ব্যবসার মাধ্যমে আমাদের পুরো সংসার আলহামদুলিল্লাহ খুব বরকতের সাথে চলে যেত। কিন্তু বেশ কিছু মাস ধরে ব্যবসা অনেকটা বন্ধের মতো। আগে এই ব্যবসা থেকে সকল ভাই বোনের পড়াশোনার খরচ সহ যাবতীয় সকল কিছু দেওয়া হতো আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আমাদের সবার পড়াশোনার খরচ আগের মতো নেই। আগে ৪ জনের পড়ার খরচ ছিল কিন্তু এখন ১ জনের আর আনুষঙ্গিক খরচ সহ বাজার খরচ আছে। এখন এই খরচই ব্যবসা থেকে উঠছে না। এক্ষেত্রে কী করা যায়? বলে রাখি আমাদের কোনো ঋণ নেই আলহামদুলিল্লাহ। আমার পিতা ব্যবসায় অন্যের হক্বের ব্যাপারে সচেতন। এবং ব্যবসার বরকতের জন্য সূরা ওয়াকিয়া পড়তে বলা হয়েছে। সেটাও পড়া হয় আলহামদুলিল্লাহ।
১| এর পাশাপাশি কী করা যায় যার ফলে রব্বে কারীম ব্যবসার বরকত আবার ফিরিয়ে দিবেন ইনশাআল্লহ?
২| হালাল ব্যবসা থেকে আমাদের ভালোই দিন পার হওয়াতে আশেপাশের মানুষ বারবার প্রশ্ন তুলে- "কিভাবে এই ব্যবসা থেকে আমাদের দিন পার হয়?" এমন নানা রকমের কথা। আমি এজন্য বদনজরের আশঙ্কা করছি। এমন হলে এক্ষেত্রে করণীয় কী জানালে মুনাসিব হতো ইনশাআল্লহ।
৩| অনেকে দোকানে আয়াতুল কুরসী লিখে টাকা রাখার ড্রয়ারে বা দোকানে ঝুলিয়ে রাখে এটা কী শরীয়ত সম্মত?
৪| রমজানে ৩০ পারা কুরআন পড়ে সেটা দিয়ে পানি পড়া বানানো হয়েছে। দোকানে ব্যবসার বরকতের নিয়তে কী সেটা ছিটানো যাবে?
৫| আমার বাবা ব্যবসার আয় হিসাব রাখেন পুঙ্খানুপুঙ্খ ভাবে এবং আয় ব্যয়ের হিসাবের ব্যাপারে উনি খুবই সচেতন একজন মানুষ ছিলেন। কিন্তু এখন উনি আয়ের টাকা হিসাব করে রাখলে তা কিছু সময় পরই ভুলে যান। কিন্তু উনার বৈশিষ্ট্য এমন ছিল না। এখন এমন হওয়ার কারণ বুঝতে পারছিনা। এটার বিষয়ে যদি একটু কষ্ট করে বলতেন ইনশাআল্লহ