আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ উস্তাদ। আমি শারীরিক কিছু সমস্যা নিয়ে ১বছরের বেশি সময় ধরে ভুগছি৷ আমার চকলেট সিস্ট এর একটা সমস্যা রয়েছে। যার কারণে আমার মাসিক অনিয়মিত এবং অনেক এলোমেলো। অনিয়মিত মাসিকের কারণে আমি আমার নামাজ রোজা কুরআন তিলওয়াত কিছুই ঠিক ভাবে করতে পারছি না। দেখা যাচ্ছে, আমার আজকে একটু ব্লিডিং হয়েছে আবার ২/৩ দিন পর হয়তো একটু ব্লিডিং দেখা দিলো। ৩ দিনের কম সময় হলে তো ইস্তিহাযা ধরা যায়। কিন্তু আমার দেখা যাচ্ছে ব্লিডিং এর নির্দিষ্ট কোনো সময় নেই। যখন হচ্ছে তখন থেকে নিয়মিত ৫/৬ দিন থাকছে না। বরং আজকে একটু দেখা গেলো তো আবার ৩/৪ দিন পর একটু দেখা গেলো, অথবা ১/২দিন পর হালকা দেখা গেলো। এরকম অবস্থায় আমার নামাজ রোজা কিছুই ঠিক করে করা হচ্ছে না৷ এরকম পরিস্থিতিতে আমি কি করতে পারি?
এই সিস্ট এর ব্যাপারে আরেক টু বিস্তারিত যদি বলি, সাধারণত মেয়েদের সিস্টের সমস্যা থাকে। ১০ জনের মধ্যে হয়তো ৯ জনের ই থাকে। কিন্তু যত টুকু শুনেছি এই সিস্ট যার একবার হয়, তার সারাজীবনে বার বার হয়৷ এটা পুরোপুরি কখনো ভালো হয় না এবং সন্তান না হওয়ার একটা সম্পর্ক ও হয়তো রয়েছে। খুব দ্রুত সন্তান নিতে বলা হয়৷ এই সিস্ট এর চিকিৎসার ক্ষেত্রে। কিন্তু আমি একজন ডিভোর্সী। আমার পরিবার থেকে হয়তো আবার ও বিয়ের ব্যাপারে কথা বার্তা বলবে সেক্ষেত্রে আমার কি এই সমস্যা নিয়ে কারো সাথে বৈবাহিক সম্পর্কে জড়ানো টা ঠিক হবে? কারণ আমি জানি না, আমার কখনো মা হওয়া হবে কিনা বা সম্ভাবনা আছে কিনা!
তাই আমার কিছু পরামর্শ দরকার।
এরকম পরিস্থিতিতে আমি কি করতে পারি? এবং আমার আমল ইবাদাত কে কিভাবে নিয়মিত করতে পারি?