আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
উস্তাজ, আমি গর্ভবতী এবং অসংখ্যবার স্বপ্নে পানি দেখেছি;কখনো সমুদ্র, কখনো নদী, কখনো লেক, কখনো স্রোতসহ পার হচ্ছি, আবার কখনো শান্ত পানি। এর ব্যাখ্যা কী হবে উস্তাজ?
দ্বিতীয়ত, আমার জিন-যাদুর সমস্যা আছে। স্বপ্নে সবসময় খাবার খেতে দেখি। আগে রুকইয়াহর পানি খেতাম। এখন যেহেতু গর্ভবতী, তেমন কিছু খেতে পারি নa;তাহলে এগুলো কি অবচেতনে দেখি? এক্ষেত্রেও কি আমাকে রুকইয়াহর পানি খেতে হবে?