আসসামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।ভবিষ্যতের দিকে ইন্গিত করে কিছু বললে তালাকের ওয়াদা হয় এটা জেনেছিলাম বা শুনেছিলাম এই সাইটে।
https://ifatwa.info/37650/ এরকম কিছু প্রশ্ন জানার ছিল
১।স্ত্রী যদি তালাক চায়।স্বামী যদি বলে প্রতিনিয়ত তালাক চায় যে এমন মেয়ে লাগবে না বা প্রয়োজন নেই।মানে যদি স্বামী মনে মনে বুঝাতে চেয়েছে প্রয়োজন নেই ছেড়ে দিবে ভবিষ্যতে । যদি ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে মানে ভবিষ্যতে ছেড়ে দিবে সেই উদ্দেশ্যে বলে তাহলে কি তালাক হবে নাকি তালাকের ওয়াদা হবে? স্বামী নিজেই যদি ভুলে যায় যে সে এ কথা বলেছে তাহলে কি তালাক হবে? এসবের পর কোন প্রকার কেনায়া শব্দ না বললে কি তালাক হবে????
২।স্বামীর কথা মনে থাকে না ভুলে যাওয়া স্বভাবের তাকে কি জিজ্ঞেস করা উচিত হবে? অনেক আগের কথা।
৩।স্ত্রী যদি না জানে কেন বলেছে তাহলে কি সংসার করলে গুণাহ হবে?
৪।স্ত্রীর ভবিষ্যতের দিকে মনে হলে কি কোন সমস্যা হবে? কারণ স্বামী কেনায়া তালাক নিয়ে জানত না যদি তখন তালাক দেওয়ার মন থাকত তাহলে সরাসরি দিয়ে দিত।
৫।উপরের এমন কিছু না হয়ে থাকে শুধু সন্দেহ ও ভয় আসে তাই এসব নিয়ে জানার জন্য অন্য জনের দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস(প্রশ্ন) করলে কি কোন সমস্যা হবে বৈবাহিক উপরের এমন প্রশ্ন করা দ্বারা???।এটা কি মিথ্যা শিকারোক্তি হবে?যদি স্ত্রী বা স্বামী প্রশ্ন করে উপরের গুলো সন্দেহ নিয়ে ও ভয়ে অন্য জনের দিকে ইঙ্গিত করে জানার জন্য তাহলে কি বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হবে?মানে স্বামী বা স্ত্রীর যদি মনে সন্দেহ আসে এমন হয়েছিল কিন্তু হয় নি সেই সন্দেহ নিয়ে জানার জন্য অন্য জনের দিকে ইঙ্গিত করে প্রশ্ন করলে??