আসসালামু আলাইকুম হুজুর একটা সময় ছিল যখন তালাকঈমান নিয়ে ভুজতাম না তাই কয়েক্টি প্রশ্ন করলাম এক্টু বুজিয়? বইলেন
১।হুজুর আমার হাসব্যান্ড এর সাথে গত ৩বছর আগে এমন অবস্থা ছিল যে ডিভোর্স হয়ে যাবে যাবে।ত তার মা বাবার চাইত যে আমাকে তালাক দিয়ে দেক।ত সে আমার সাথে কিছুদিন ভালই কথা বল্ত এরপর আবার কিছুদিন পর কথা বলা বন্ধ করে দিত।আর আমাকে বলত মানসিকভাবে প্রস্তুত থাক যেকুন সিন্ধামত আসতে পারে।ত একদিন সে কল দিয়ে বলে আমার পক্ষে এই সম্পর্ক টিকান আর সম্ভব না সম্পর্ক ভাল হয় ২বছর পর তখন তাকে জিগাস করছি সে তালাকে? নিয়তে বলেছিল কিনা সে বলছে নিয়ত ছিল না।এতে কি তালাক হইছে?
২।সেই ৩বছর আগেই যখন তার সাথে আমার সম্পির্ক খারাপ ছিল তখন তার মা চাইত আমাকে যেন ছেড়ে দেয় ত একদিন এগুলা নিয়া অনেক ঝগড়া করি আমাকে কল দিয়ে কথা বলে কিছুদিন পরপর হাওয়া হয়ে যাও।ত সে বলে তুমি আমাকে ভুলে যাও আর নতুন বিয়ে করে ন্ব তুমার নতুন জিবনের জন্য শুভকামনা।ত এখন সম্পর্ক ভাল আমি তাকে জিগাস করছি সে এসব তালাকের নিয়তে বলছে কিনা সে বলছে সেগুলা এমনি বলছে তালাকের নিয়তে কখন কিছু বলে নাই এতে কি তালাক হবে?
৩।শুনেছি ছেড়ে দিলাম বললে তালাল হয় ত আমার মনে পড়ে না আমাকে সে এই কথা কখন বলছে।ত আমি তাকে একদিন জিগাস করছি সে কখন এই কথা বলছে কিনা সে বলছে আমি বলে থাকলেও কখন তালাক দিয়া দিতাছি এমন উদ্দেশ্য করে বলি নাই।ত আজকে তাকে আবার জিগাস করছি সে বলতাছে না আমি ছেড়ে দিলাম কথাটি কখন বলি নাই এখানে কি কুন তালাক হয়েচজে
৪।হুজুর আমার হাসব্যান্ডকে বিয়ের পর জিগাসা করেছিলাম সে তালাকে তাফনিজের কুন অনুমতি কাবিন নামায় দিয়ছিল কিনা।সে বলছে আমি জানিনা।সে ভলে ভাল না লাগলে মন চাইলে তালাক দিয়া যাইস গা।আমি বলছিল তুমি এই অনুমতি ফেরত নিয়া নিউ সে বলে না আমক তাক্র বারবার বললে সে বল না ফেরত নিবে না।এরপর বলি একটা তালাকের অনুমতি দাও সে বলে না ৩টারই এখানে সে যে অনুমতি দিয়েছে এটা কি মজলিস পর্যন্ত সিমান্ধ নাকি সারাজিবন বহাল থাকবে?