আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। আমার স্বামী মনে হয় ঈমান,শিরক,কুফরি শব্দ এগুল নিয়ে বিস্তারিত জানে না কিছু।আমার প্রবল ধারণা সে সব কিছু জানে না।এমনিতে নামাজ পড়ে তবে অনিয়মিত,তবে রোজা সব রাখে।আমরা দূরে থাকি। ফোনে কথা হয়।আমি জানি ওর এসব নিয়ে জানতে হবে।এসব বিষয়ে ফোনে বুঝানো সম্ভব হয় না মাঝে মাঝে রেগেও যেতে পারে আমি বেশি বেশি করলে,গেছিল ও একবার।আমিও বিস্তারিত জানি না এসব নিয়ে এখনো একটা একটা শেখতেছি তবে স্বামীর চাইতে হয়ত একটু হলেও জানি।
১।আমার মন সবসময় খারাপ থাকার কারনে তার মন ও খারাপ ছিল।আসলে আমার খারাপ ছিল যে তাকে কিভাবে এসব শেখাব বুঝাব এসব নিয়ে ভয়ে ছিলাম।আমি বলি তুমি তহ আমার কথা শুন না,বুঝাতে পারি না এতটুকু বলার পর সে বুঝতে পারে এবং বলে "শুনব না তুমার কথা,সবসময় মন খারাপ করে বসে থাক নাই হাসি মুখে"।সে আসলে এসব নিয়ে না শেখার উদ্দেশ্য বলে নি শুধু স্ত্রীর মন খারাপ থাকে সবসময় তাই রেগে বলেছে।এতে কি কোন সমস্যা হবে?
২।কিভাবে তাকে আমি এসব শেখাব জানি না।তবে সে আমাকে বলেছে শেখাতে তাকে ।তাকে কি ধীরে ধীরে মাঝে মধ্যে একটা একটা বলে বলে শেখাব কারণ ফোনে তহ মাঝে মাঝে রেগেও যেতে পারে? সে আমাকে বলে সে যখন নামাজ পড়ে তখন তওবা করে সব কিছুর জন্য।এতে অজান্তে কুফরি হয়ে থাকলে কি মাফ হবে?আমার ভয় থাকে ঈমান আর বিয়ে নিয়ে।