আসসালামু আলাইকুম।কারো মনে যদি চিন্তা আসে আল্লাহ সবাইকে পাঠাইছে পরীক্ষা করার জন্য। আল্লাহ হয়তো পরিক্ষা করতেছে।আর মারা গেলে হয়ত সবাইকে মাফ করে জাহান্নামে না দিয়ে জান্নাত দিয়ে দিতে পারে।মানে আল্লাহ তহ ক্ষমাশীল।এসব চিন্তা বা ওয়াসওয়াসা বার বার আসার পর মাকে বা অন্য কাউকে বললে কি কোন সমস্যা হবে? পরে আবার এসব চিন্তা চলে গেলে ?? মাও বলে আল্লাহ চাইল সব সম্ভব। ইসলামকে অস্বীকার বা অবিশ্বাস করার নিয়তে না এমনিতে এসবের কারণে কি ঈমান চলে যাবে?এগুলো কি ওয়াসওয়াসা?