আমি ৫,৬ বছর হবে একটা স্বপ্ন কিছুদিন পরপর দেখি। কখনো ফজরের নামাজের আগে কখনো বা পরে। আমার ছোট কাকা আমাকে মারতে আসেন। কিন্তু কখনো মারতে পারেন না আমার বাবা বা ভাই আমাকে বাচাঁয়। অনেকবার দেখেছি এটা।
উনার সাথে আমার আব্বুর আর ভাইয়ার জমি নিয়ে ঝামেলা হয়েছিলো ৫,৬ বছরে আগে তখন আমি ভাবতাম যে হয়তো এইসব কারণেই আমি স্বপ্ন দেখি। কিন্তু আমি কখনো উনার কথা ভাবি না কখনো মনেও আসে না। বর্তমানে কাকার সাথে কোনো ঝামেলা নেই।
এই দিন ফজরের আগে দেখি আমি উনার কাছ থেকে জিনিস চুরি করেছি আমার কাকির কানের দুল যার কারণে উনি আমাকে জাদু করেছে আর কষ্ট দিচ্ছে জাদুটা কবরের কোনো জাদুর কথা বলেছিলেন । তারপর ওইগুলো ফিরত দেই। আমাকে অনেক কষ্ট দিচ্ছিলো আর খুব কান্না করতেছিলাম। এই স্বপ্নের কোনো মানে আছে??
এক স্বপ্ন এতবার কেন দেখতেছি???