আসসালামু আলাইকুম উস্তাদ, আমার দুটো প্রশ্ন রয়েছে:-
১.
https://ifatwa.info/124777 এই প্রশ্নের উত্তরের আলোকে বিয়ে করলে এবং শর্ত বিয়ের আগে কিংবা পরে ভেঙে ফেললে তালাক হয়ে যাবে কি না?
অর্থাৎ, উক্ত ব্যক্তব্য এর মাধ্যমে উক্ত ব্যক্তির বিয়েতে কোন ধরনের তালাকের শর্ত রয়েছে কি না?
২. উত্তরে বলা হয়েছে:- "কথাগুলো বলার সময় যদি মনের মধ্যে ৩ তালাক এর নিয়ত থাকে তাহলে উক্ত কথার দ্বারা বিয়ের আগে শর্তযুক্ত তালাক হবে না। কেননা বিয়ের পূর্বে তালাক হওয়ার যেসব শর্ত ছিলো, এগুলো এখানে অনুপস্থিত।" এই উত্তরটি একটু বুঝিয়ে লিখার বিনীত অনুরোধ রইল।