1.কেন ব্যাক্তি কিছু শিরক বা কুফরী করেছে কিনা না জেনে সন্দেহ নিয়ে সেই বিষয়ে "কোনদিন করবে না, এমন গুণাহ হয়ে থাকবে, থাকতে পারে" এমন বলে ক্ষমা বা তওবা করে তাহলে কি তার ঈমান চলে যাবে? আসলে সবসময় তার ভয় হয় ঈমান আছে কিনা এসব নিয়ে।এটা কি না করেও করার মিথ্যা শিকারোক্তি হবে? আসলে সে সবসময় তওবা করার জন্য হয়ত করেছে তার কুফরির মিথ্যা শিকারোক্তির নিয়ত ছিল না, শুধু তওবা নিয়ত মানে ভুলে হয়ে থাকলে।ভয়ে কিছুক্ষণ পর পর তওবা করা হয় তার।
2.কেউ কোন কুফরি কথা না বলেও মানে বলেছিল কিনা কোনদিন না জেনে, সন্দিহান ।শুধু মাসআলা জানার উদ্দেশ্য করেছে বলে প্রশ্ন লিখলে এই সাইটে তার ঈমান কি চলে যাবে?