স্ত্রী মারা যাওয়ার এক বছর পর শশুর মারা গেছে, এমতাবস্থায় স্বামী তার শশুরের কোন সম্পত্তি ( নিজস্ব সম্পত্তি অথবা শশুরের বাবার সম্পত্তি) পাবে কিনা? শাশুড়ি বেঁচে আছে এবং তার আরেকটি মেয়ে আছে। শশুরের একটি ভাই বেঁচে আছে তবে কারো কোনো ছেলে নেই। সেই ভাইয়ের ২ টি মেয়ে আছে। শ্বশুরের ৫ বোন ছিল এখন ৩ বোন বেঁচে আছে। সবারই ছেলে মেয়ে আছে। শশুরের বাবা-মা কেউ বেঁচে নেই।