আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
24 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
আসসালামু আলাইকুম।
১. পরীক্ষিত আমলের উপর আমল করা- এখানে শরী'আর দৃষ্টিভঙ্গি কেমন? মানে  জায়েয/মুসতাহাব/নিরুৎসাহিত?
২. আমরা তো জানি এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়ায় আমরা মুসাফির। এটা কেবল পরীক্ষার জায়গা। এখানে আমাদের জান-মাল, সম্পদ দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। এমনকি সাহাবিরা আফসোস করে বলতেন, 'হায় আমি যদি মানুষ না হতাম। আমি যদি পাখি হয়ে জন্মাতাম। কিংবা গাছ হয়ে?' এই দুনিয়ায় যখন এতো কষ্ট আমরা বুঝতে পারি তখন একটা রুহকে, একটা শিশুকে কেন আমরা এই কঠিন পরীক্ষার জায়গায় আনি? এই যে গাযার মতো এক সম্মানিত জায়গায় আমাদের ভাই বোনেরা কতো কষ্ট করছেন, কতো ভয়াবহ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে সেখানে স্বইচ্ছায়  একটা শিশুকে জন্ম দেয়াটা কি ফরজ? যেহেতু জন্মনিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ না। নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু, কষ্টদায়ক মৃত্যু আমাকে ব্যথিত করে খুব এজন্য জানতে চাচ্ছি।

৩. আর ছোট শিশুরা তো নিষ্পাপ, তারা তো এমনেই জান্নাতের অধিবাসী তাহলে তারা কেন এই দুনিয়ায় কষ্টকর পরীক্ষার সম্মুখীন হয়?
by
পরীক্ষিত আমল বলতে বুঝিয়েছি ইসলামের ইতিহাসে বিভিন্ন বুজুর্গগন নিজেরা যেসব আমল করে ফায়দা পেয়েছেন সেসব আমল করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ বা উৎসাহিত কিনা?
যেমন: ১) সন্ধ্যায় সূরা ওয়াক্বিয়া তেলায়ত করা। এতে রিজিকে বরকত আসে। ২) সূরা আলে ইমরানের ১৭,২৬,২৭ নং আয়াত নিয়মিত তেলায়ত করা। এতে দোয়া কবুলসহ বিভিন্ন ফজিলত লাভ করা যায়।

1 Answer

0 votes
by (698,160 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রশ্নটি অস্পষ্ট। পরিস্কার করে প্রশ্নটি লিখবেন।

(২) সাধারণত সকল ফুকাহায়ে কিরাম ও উক্ত রেওয়ায়াত সমূহ দেখার পর এ সিদ্ধান্তেই উপনীত হয়েছেন যে,আ'যল মাকরুহ। যেমন ফাতহুল কাদীর,রাদ্দুল মুহতার,এহয়াউল উলূম,ইত্যাদি গ্রন্থ সমূহ দ্রষ্টব্য।

হ্যা উযর এবং অপারগতা  সকল বিষয়েই শীতিলযোগ্য।এখানেও বিশেষ বিশেষ প্রয়োজন অনুসারে মাকরুহ থাকবে না।যার বিস্তারিত বিবরণ রাদ্দুল মিহতারে রয়েছে।

যেমন, মহিলা এত দুর্বল যে,গর্ভধারণের সক্ষমতা নেই,বা দূরে কোথাও সফরে আছেন,অথবা এমন কোনো স্থানে রয়েছেন যেখানে স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনা নেই, শংকাযুক্ত স্থান।অথবা স্বামী-স্ত্রীর সম্পর্কে টানাপোড়ন চলছে।

এই সকল উযরের খুলাসাহ হল, ব্যক্তিগত জীবনে কারো এমন কোনো সমস্যা সামনে আসলে উযর পর্যন্ত তার জন্য মাকরুহ ব্যতীত আ'যল জায়েয হবে।
উযর দূর হওয়ার পর আবার তার জন্য সেটা মাকরুহ হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1907

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গাজার বর্তমান পরিস্থিতি অত্যান্ত ভয়াবহ। পরিস্থিতি বিবেচনায় সাময়িক জন্মনিয়ন্ত্রণের রুখসত দেয়া যেতে পারে।

(৩) এটা আল্লাহর হুকুমেই হয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...