আসসালামু আলাইকুম।
১. পরীক্ষিত আমলের উপর আমল করা- এখানে শরী'আর দৃষ্টিভঙ্গি কেমন? মানে জায়েয/মুসতাহাব/নিরুৎসাহিত?
২. আমরা তো জানি এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়ায় আমরা মুসাফির। এটা কেবল পরীক্ষার জায়গা। এখানে আমাদের জান-মাল, সম্পদ দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। এমনকি সাহাবিরা আফসোস করে বলতেন, 'হায় আমি যদি মানুষ না হতাম। আমি যদি পাখি হয়ে জন্মাতাম। কিংবা গাছ হয়ে?' এই দুনিয়ায় যখন এতো কষ্ট আমরা বুঝতে পারি তখন একটা রুহকে, একটা শিশুকে কেন আমরা এই কঠিন পরীক্ষার জায়গায় আনি? এই যে গাযার মতো এক সম্মানিত জায়গায় আমাদের ভাই বোনেরা কতো কষ্ট করছেন, কতো ভয়াবহ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে সেখানে স্বইচ্ছায় একটা শিশুকে জন্ম দেয়াটা কি ফরজ? যেহেতু জন্মনিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ না। নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু, কষ্টদায়ক মৃত্যু আমাকে ব্যথিত করে খুব এজন্য জানতে চাচ্ছি।
৩. আর ছোট শিশুরা তো নিষ্পাপ, তারা তো এমনেই জান্নাতের অধিবাসী তাহলে তারা কেন এই দুনিয়ায় কষ্টকর পরীক্ষার সম্মুখীন হয়?