আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওস্তায। আমার হায়েজের আজ ৬ ষ্ঠ তম দিন।এই ৬ষ্ঠ তম দিনে আমি আসরের সময় গোসলের সময় লাল স্রাব দেখি।আমি আয়েশা রা: এর একটা হাদিস অনুযায়ী সাদা স্রাবের অপেক্ষায় থাকি সুস্থতা বোঝার জন্য।আসরের পর থেকে আমি আর কোনো লাল স্রাব বা রক্ত দেখি নি।কিন্তু এশারের পর চিকন সাদা স্রাব দেখেছি।এখন আমার উপর তাহলে আসর,মাগরিব,এশার সালাত এইদিকে আবার ফজরের নামায ও ফরজ মোট(৪ ওয়াক্ত)।কিন্তু আমার ঠান্ডার সমস্যা। কিছু থেকে কিছু হলে নাক বন্ধ, হাঁচি বেড়ে যায়,নিশ্বাস নিতে কষ্ট হয়।রাত্রে আমি গরম পানি দিয়ে গোসল করলে আমার ঠান্ডা বেড়ে যাবে কিন্তু মরবো না আল্লাহ না চাইলে।তো এমতাবস্থায় সালাত কাযা করে জোহরের আগে ফরজ গোসল করলে কি আমি গুনাহগার হবো? কারন এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিলে তো সে কাফের হয়ে যায়?ওস্তায আমার করনীয় কি?দ্রুত উত্তর আশা করছি মিন ফাদলিক ওস্তাযজি।