আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
উস্তাজ, আমি গর্ভবতী এবং অসংখ্যবার স্বপ্নে পানি দেখেছি—কখনো সমুদ্র, কখনো নদী, কখনো লেক, কখনো স্রোতসহ পার হচ্ছি, আবার কখনো শান্ত পানি। এর ব্যাখ্যা কী হবে উস্তাজ?
দ্বিতীয়ত, আমার জিন-যাদুর সমস্যা আছে। স্বপ্নে সবসময় খাবার খেতে দেখি। আগে রুকইয়াহর পানি খেতাম। এখন যেহেতু গর্ভবতী, তেমন কিছু খেতে পারি না—তাহলে এগুলো কি অবচেতনে দেখি? এক্ষেত্রেও কি আমাকে রুকইয়াহর পানি খেতে হবে?